মুর্খামি


আপনেরে  লাগি করিলাম ভারি পণ,
পাইলামনা তব তারি ইস্পিত যন্ত্রমন
বজ্রকঠিন লড়াই করিয়া দেহ হইলো ক্ষয়,
ভাবিতেও পারিলোনা তবু আপন কারে কয়,


মানুষের লাগি করিবে যত পন্ড পরিশ্রম
আড়িপেতে চাহিয়া শুনিবে বসিয়া পরাস্রম
একি করিলে ?এটাতে সায় নেইতো মনে
সমাজবিধি হইবেনা,বিবাদ হইবে জনে জনে


অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা
এটা যদি কেউ জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
- শেখ সাদী
বহুকাল ধরিয়া চুপিসারে কর্ণ করিতেছি মন্থন
শুনিয়াছি মহাকালের মহাবানী চিরন্তন
সবিনাশের রক্তিম খেলায় মাতিয়া করিছো পণ
লক্ষভেদি আশাভংগ হইবে অপেক্ষা ক্ষানিকক্ষন


জীর্ণ পাতায় শীর্ণ দেহে পড়িবে মুকুট ছন্দে
নিধুয়া বনে পাখির কলতানে ভাসে হৃদয় গন্ধে
অবিরত কলরবে ভাংগে অন্তমন বিচুর্ণ
তবুও ধাবিত হইলোনা আপনের কর্ণ,