এই পৃথিবীর ছায়াতলে পথিক ভুল পথে চলি
মিছেয় জীবন গড়িয়া সদাসত্য কথা বলি
একজীবনে কত প্রবঞ্চনা সহি ইহকালে
বেশি ব্যথা চাহি বিধি সত্যের  বিজয়ে   পরকালে
এই পৃথিবীর মহাপাঠশালায় আগন্তক হয়ে করি বাস
মিথ্যার চাদরে নিভৃতচারী হয়ে ঢাকী সত্য বারো মাস
এক জীবনে আর কত অনাহুত বিষাদের স্বাদ নিবে ঠাই
দাও হে দয়াময় প্রভু, দেরি কেনো? দ্রুত যেন পাই
এই পৃথিবীর মহাযজ্ঞশালায় হতবাক আমি আমাকে নিয়ে
মিথ্যার আবডালে লুকিয়ে সত্যকে আড়াল করি দুঃখ সয়ে
একজীবনে আরও অজানা অপঘাতে মৃত্যুর চাহিদা বাড়ছে
হৃদয়ে থাকা স্বপ্ন গুলো অনু অনু হয়ে বারবার মরছে
এই পৃথিবীর রুপের মায়ায় ধন্য করি প্রতিবেশ
স্বপ্নচারীর অদেখা বিশ্বে মহোমায়ায় কাটে আবেশ
দেখা মেলে পালকে ভরা চারিপাশের জীবন্ত প্রানের চোখ
ভ্রু কুচকিয়া বাকা টিপ্পনি মেরে ভেংচি কাটে মুখ
সত্য মিথ্যার বেড়াজালে আসল চিনতে বড় দায়
যতসামান্য আঘাতে সাজাভোগে কেন ভীন্নমাত্রা পায়
সীমাহীন অবিচার করছি হৃদয়কে নিয়ে
ভুলোমনে ভোলা দায় মরি জীবন দিয়ে
এমন আমি নইতো আমি ফাটছে যতই গলা
আমার আমিতে করেছি লালন চলুক কথা বলা
শুরু হতে যবনিকাপাত হবে লড়াই যত বিগ্রহ
শুকনো গোলাপ পাপড়ীর মত উড়ে যাবে শত আগ্রহ
এই পৃথিবীর মহাস্বর্গশালায় করছি নিরবধি বসবাস
নির্বোধেরা মরছে আর করছে সীমাহীন হাসফাস
বিশ্বাস ভংগের তরংগ নেই জীবনের প্রতি পদে পদে
সরলতার আঘাতে বিদ্ধ হয়ে কন্টক ঝঞ্জা বাধে
কোন ত্রুটি নেই বিশ্বাসের শ্বাসে ছন্দে আনে সুখ
অবান্তর ভুলের আস্বাদে পাই সবে চরম দুখ
আর কত বলি সবি যাই ভুলে সামনে এগিয়ে চলি
এবেলায় অপবাদে জড়িয়ে কি সুখি হবে বলো?
আছে বহুক্রোশ পথ পরিক্রমায় স্রোতধারা
উজানে চলিতে গিয়ে বহু স্বাদ হয়েছে হারা
তাই বলিতে চাই? বিদ্রিত হবো তবে চরনের তলে
সুখী হতে লাগেনা কিছুই,শুধু বিশ্বাস লোকে বলে।


কোন এক যাতনার বিষে
কেনো আছি মিশে
খুলে দাও হে দার
প্রাণ করি উজার
যেমন চাওগো সখি
ভিজিয়ে মোর দু আখি
করিবো আপন ও তোমায়
নিভিয়ে আলোক বিস্ময়
অভিলাষে নেই পথচলা
নাভুল বুঝাতে তাই এত্ব কথা বলা
বলিতে খুশি অতীত বারেবার
হৃদয়খানী ভেংগে চুরে চুরমার
নাওগো আমায় কোলে
যাও সবকিছু ভুলে
রাত্রী যতই হচ্ছে পার
হৃদয় পুরে হয় ছাড়খার
খোলো এবার দ্বার
দেরী না করি আর
তুমি আমি আবার
গড়িতে সোনার সংসার
করি পণ আরেকবার
যে ভাবনার ইতিবৃত্ত্ব আকিয়া মনে
পন করিয়া মন নির্বাসনে
মনের রাজ্যে দুরুত্ব করিয়া সৃষ্টি
যাহা ছিল ভুল তাহাই হলো কৃষ্টি
শুধু বোঝার ভুলে
চড়িয়া হৃদয় শুলে
করি আপন দেহেতে শত ক্ষত
বিকৃত করিয়া ভাবি তাই মনেরি মত।
কিছু ধারনার ফলে সজনও ওরে
ফাটলে ফাটলে ঘুনে ধরে
ছিদ্র হয়ে শকুনের দৃষ্টি পরে
ফলত তাই যেতে হয় দুরে সরে।
এমন ভাবনার বিষে
আপনায় মিলে মিশে
থাকিতে করিয়া শক্ত পন
বলিয়ান করি দুর্বল মন।
যাতনা হবে মুক্ত জীবনের তরে
ভালবাসাবাসি হবে প্রান ভরে।
ভীন্ন কিছু নাহি কোন ডরে
যাহা রাখিবে মোদের দুরে।


নাহি তব পাশে চাও
যে যাতনা তুমি পাও
আমায় আরও বেশি দাও
করিয়া পর তব সুখি হও।


পেরুলো সমগ্র চেতনার রজনী
দেখিয়া মুখখানি ওগো সজনী
করিয়া  মোর আত্বকথন একাকী
ভোরের পাখিদের শুনি ডাকাডাকি


আযানের ধনিতে মনে হয়
ভুলিবে সব উঠিয়া প্রার্থনায়
নিবে আপন করিয়া মনে
ভাসাইবো চোখের জল আনমনে।