অবহেলায় অপমান


অবুঝের শিকলে বেধেছো অবহেলায়
আবার অভিযোগের সুরে বাধো আমায়
মনের আকাশে তাই জমেছে কালো মেঘ
ঈশানী হাওয়ায় বইছে ঝড়ের বেগ।


ক্লান্ত অসাড় বিকেলে চায়ের কাপের ধোয়ায়
আচ্ছন্ন করে হৃদয়ে  বিমুঢ় দৈব ছায়ায়
মনের ভিতরে তাই দহণ হয় নিশব্ধ উপহাসে
অগোছালো দিন কাটে ক্ষুধার্ত উপবাসে


অবসাদে মনের কোনে ভীড় জমায়
অপমানের একফালি ঘৃণা মনকে কাদায়
একসাগড় জল গড়ে বুকের ভেতরের জ্বালায়
পারিনি বাধতে তোমায় আজও বিনে সুতার মালায়
শুধু অপরাধের অনলশিখায় জ্বলে ভ্রান্ত এক ধারায়
উম্মুখ হয়ে শব্দে বাজাও এপাড়ায় ও পাড়ায়
যেনো মুখ লুকিয়ে কাদতে হয় অঝোর ধারায়
তুমি চাও আপন সুখের লাগি যেনো মোর প্রান হারায়৷


ভুলের মাশুল নিতে ভুল করা


জীবন সংসারে আজব প্রাণী হয়ে করছি বসবাস
সর্ব অংগে ব্যাথা নিয়ে শুনছি শুধু উপহাস
যা করি তা ভুল হয়ে যায়, সবি আমার ভুল
ভুলে ভুলে সব হারালাম তাই ঝরছে মাথার চুল।
একজন মানুষ আর কত ভুল করবে চলার পথে
শত শুত ভুলে তবুও চলছি একই সাথে
ভুল যদিও না করি কাজে, ভুল খুজে বের করি
ভুকের বোঝা মাথায় ধরে করছি মরি মরি৷  


ভুল হলে চাই সাজা গুনবো ভুলের মাশুল
ভুলের দায় ভুলই করে হবেনা যে উশুল
ভুল বোকামীর শাস্তি যদি ভুলে ভুলেই হয়
বোকার স্বর্গে বসে বসে হবে জীবন ক্ষয়৷
যে ভুলের জন্য তবে আমায় করেছো দায়ী
একই ভুল তুমি করে হতে চাও কেমনে জয়ী
বোঝা বড় দায়, একেমন ভুলের প্রতিবাদ
আমি দায়ী নই, তাই হজম করছি সমস্ত অপবাদ।।