যাত্রা অনন্তকাল তবু ,,,,,মায়ায় ইহকাল
হবো পরবাসী তবু,,,, নাই চিন্তায় পরকাল।
নিস্তব্ধ পৃথিবীর রুপের বাহার মোহিত করে  নিরন্তর বারংবার
চারিদিকে শুনশান নিরবতায় অপলোকে তাকিয়া দেখি সরেবর
হৃদয় চোখের ভালবাসার মহাসমুদ্রে উঠেছে তীব্র ঝড়
ঝড়ের তীব্রতা প্রতিটি অংগে লেগেছে তাই চাইনি হইতে পর
ইহকাল ধরিয়া ভাবিয়া করেছি মহাকালের চিন্তা-অনন্তকাল
পরবাসে গিয়া দেখিবার লাগি বাচিতেছি কঠিন সময়কাল।
যুগ যুগ ধরিয়া সহিয়া ক্লেশ পুন্যের জন্য করিতেছি সংগ্রাম
বসিয়া ভাবাবেগ করিতেছি প্রকাশ আনমনে
প্রবদে রচেছি আরাম।
পৃথিবী স্তব্ধ হইয়া বলিতে চাহে কতকাল রাখিবে শৈকল্যে বাধিয়া মন
পরম আস্বাধনে বিচরন করিয়া রুপের যৌবনকে ভাবিয়াছি চিরধন।
মনে চাহিয়া স্বপ্নলোকে  নিদারুন সত্য পীড়িত মগ্নচৈতন্যে ঘুমাবেশ
স্থিরযৌবনা বিত্ত্বের চিত্তে করিয়া হরণ হৃদয়ে গ্রথিত করিয়াছি মনোনিবেশ।
গ্রন্থিতে রচিয়াছি মায়াজাল নিস্ফলা আবেগে তাড়িত ভুবনেশ্বর
অকারনে জীর্ণবসনে খেলিতেছি তপবনে আলোকবর্ষ দুরে পরমেশ্বর।