অবহেলায় দিনগুলো মোর
যায়রে কেটে যায়
অপমানেও সুখের দেখা
খুজিয়া বেড়াই


পদে পদে ত্রুটি গুলো
বলো কেমনে
সব কিছু যে বলা যায়না
সবার সামনে


কত করে বলি আমি
চুপ করে থাকো
আরও বেশি পীড়া দিয়ে
ভাবছো কিছু নাকো


হদয় মাঝে নেই যে কোন
সামাজিকতার ঠাই
কষ্টগুলো কেবল আমি
একা একা পাই


মাইয়ারে মাইয়ারে তুই
ভাল হয়ে যা
আমারে অপরাধী
আর বানাইস না


অতি কষ্টে দিনগুলো
করছি আমি পার
ব্যাথার জ্বালায় ছটফটানি
এবার আমায় ছাড়।।


হৃদ মাজারে যত্ন করে
রাখিস আমারে
সুখের ছোয়া পাইবিরে তুই
আমায় বাচারে


রে রে রে রে।।।। রারা রারা রা
মাইয়ারে মাইয়ারে তুই
এমন করিস ক্যা
তোর জন্য জীবন বাজি
রাখতে পারি হ্যা
।।।।।।।
অতি যত্নে পুষছি তোরে
মনের জ্বালাতে
তুবুওও তোর মন পাইলামনা
হয়যে পালাতে।।।।।


শয়তান ও শয়তানরে তুই
ভালো হয়ে যা
বাকী জীবন সুখেই থাকিস
ভাল মন্দ খা।
।।।।।
খা খা খা খা রে।।। রে রে রারারারারা