আমি ভাল হতে পারিনি যত ,
আমি খারাপ ঢেড় বেশি তত।
রক্তে মিশে আছে যে জাত
করেছি লালন সেটাই  তবুও বেহাত
ভুলে যাই নিজেকে ,আছি সংশয়ে
তুচ্ছ করে জীবন, সায়ন্নে আছি দাড়িয়ে
কবে তোমার হবে দেখা এই পৃথিবির পর
সে সময় কি ? হবে তোমার নাকি হবে ঝড় ?
কঠিন তোমার মনদেহ কঠিন দৃস্টিরেখায়
জানি তুমি দেখবে না আমায় থাকি কোন আশায়
আমি ভাল যত হই ক্ষত তত বেশি পাই
চেনা তবু অচেনা হয়ে সামনে এসে দাড়াই
বলে, কেন করেছি এত আপন অকারণ
ছিন্ন করে দাও হয় যদি অকাল স্বপ্নের মরণ।  
আমি ভাল হতে পারিনি যত ,
আমি খারাপ ঢেড় বেশি তত।
রক্তে মিশে আছে যে জাত
করেছি লালন সেটাই  তবুও বেহাত ।
সকালে রৌদ্দুর হাতে আসবে না চায়ের পেয়ালা হাতে  
আমি কি সেই?? কিচ্ছু নেই আমার জাতে
নিধুয়া বনে গাইবোনা গান অস্ফুট বাশির সুরে
তবুও তোমার মনে হবে না ঠাই , ভুলি কি করে??
আমি তোমার মত নই ,যা কিছু তুমি চাও
চেস্টায় অবিরত থাকি তবুও ভাল কিছু পাও
আমি মন্দ যত খারাপ ততটা হয়ত নই
আমি ভাল হতে পারিনি ,ইজ্জ্বত তুমি কই।