।।। পাগলের প্রলাপ।।।।
#প্রকৌশলী_আলতাফ__হোসেন


বসে আছি একা স্বপ্নে দেখা রুপকথার দেশে
আলো আধারিত দৃষ্টিহীন অজানা বেশে।
খুজছি তোমায় আমার মাঝে অদৃশ্য ছায়া
ভুলতে আজও পারিনি তোমার মোহমায়া।


হাটছি একা অজানায় দিশাহীন পথচলা
পিচঢালা রাস্তায় অর্ধনগ্নতায় কথা বলা
ঠোটের কোনায় ভগ্ন হাসি মাথায় উস্খো চুল
এ পথে তুমি নেই জেনেও করছি সে ভুল।


একা ঘুমাতে পারি রাস্তার ধারে দেয়াল ঘেষে
পচা ডাস্টবিনে কুকুরেরা করছে ঘেউঘেউ পাশে
তোমাকে খুজতে গিয়ে ক্ষুধার জালায় যখন মরি
পাশের বাড়ীর ফেলে দেয়া খাবার ডাস্টবিনে   কুড়ি।


তুমি এ পথেই ফিরবে বাড়ী আশংকার আমার
সহস্রাব্ধ করবো পার দেখা হবেই সাথে  তোমার
যতই থাকি দুর্ভিক্ষে আক্রান্ত হই মহামারিতে
অপেক্ষা করবো তবুও মরবনা আহাজারিতে


জানি চিনতে পারবেনা তোমার দেখা আমি
আমি তোমায় চিনতে পারি জানে অন্তর্যামি
চোখের পানে দেখলেই পাবো আমার বিশ্বময়
আজও আমার মনজোড়ের হয়নিতো বেশি ক্ষয়।


চলছি একা  হাটছি একা দুহাত করেছি প্রসার
আসবে দেখতে আমায় সে হোক পৌষ কিংবা আষাঢ়
একমনে বিষন্নতায় মনের সাথে করছি অস্থির আলাপ
লোকে বলে মাথা নষ্ট ভন্ড পাগলের প্রলাপ
।।।।।।।।।।।।। ,,
এক  প্রেমপাগলের সাথে  দেখা হলে ,কথা হলো,,,কথা গুলো লেখা হলো, আমাকে বুঝাতে ভালবাসার জন্য সেই প্রেমিকের কাল্পনিকতা বুঝিয়েছি।
কার সাথে মিলে গেলে ক্ষমা করবেন। কারন এ জগতে এমন পাগলের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।