ভালবাসার কাছে হিংস্রতা মেনেছে হার
দোর্দন্ড প্রতাপে ভুলে যাও তুমি কার
পেশীর কাছে ভাবছো হেরেছি প্রতিবার
নারী বলে এড়িয়ে গেছি শক্ত আঘাতের কারবার।


মুখ ফুটে নাবলা আবেগে অশান্ত হয়েছে বিবেক
তাড়নার জলে ডুবে মরেও বেচে গিয়েছি অনেক
আঘাতের আড়ালে নি:স্বতায় কাটে সময় গুটি কয়েক
পুরুষ বলে কষ্ট এড়িয়ে চলেছি বছরের পর বছর দুয়েক।


আমার আমিতে  প্রতিটি দিন মৃত্যু হয়
কাটেনা ঘোর অপিরিমেয় বিস্ময়
ভাবনায় থাকে ক্ষত আর নির্দয়া ভয়
কবে হবে আমার সত্যের মহাপ্রলয়৷


সেদিন পড়বে আলোক শিখা শিশির সিক্ত ঘাসে
মিলবেনা দেখা আমায় পৃথিবীর আশেপাশে
নিশ্চিত প্রস্তানের অপেক্ষায় হৃদয় কুটি হাসে
নিভু আলোয় পশ্চিম গগনে অন্ধকার ভাসে


আমার মাঝে আমিতে নেই কোন ছন্দ
কেউবা খোজে ঘৃনার ছলে ঘামে ভেজা গন্ধ
তখন বিশ্রী শরীর বলে একোন ছলনার দন্দ
আমার আমিকে  বলি তখন নসীব বড্ড মন্দ।


আমাকেই  বলি অকর্মণ্য পারিনা কাজ কাম
সাড়াদিন ঘুরিফিরি ঝরাই গায়ের ঘাম
দিনশেষে শুনি পন্ডশ্রমের নাই কোন দাম
রৌদ্রে পুড়ে ফোস্কায় জমে হয় শরীরে হাম।


আমার আমিত্বের কাছে হোচট খেয়েছি বারবার
দুপায়ের শক্ত ভিতে উঠে দাড়িয়েছি ততবার
এভাবে শক্তির পাহাড় ধবংস লীলায় ছাড়খাড়
তাই আমার আমিত্বের মৃত্যু খুব দরকার৷


কারন আমার আমিত্বের সীমাহীন অশ্রুঝড়া বিষন্নতা
আমায় প্রতিবার শক্তি যোগাতে করেছে কৃপণতা
আমাকে কিঞ্চিত ঘুমাতে দেয়নি ঘৃন্যতা
হার মেনেছি ভালবাসায়,এই বাচাতে পেয়েছি বিবর্ণতা৷


আমার আমিকে আজ বড্ড ঘৃনা করি
ইচ্ছে হয় হৃদয়ে ক্রুশ বিদ্ধ করে বেড়িয়ে পড়ি
নিজের আমিত্ব হতে যাই মরি
তবুও সুখে থাকুক তারা প্রাণ ভরি৷


যে দেহের জন্য বড্ড চিন্তা হতো
আজ চিন্তার বাতাসে মৃত্যুর গন্ধ কতো!
উদ্দেলিত করে সুখের সাম্রাজ্য যার যার মতো
আপন আমিত্বের মৃত্যুর গন্ধে মাতোয়ারা যতো
ততটাই সিন্ধু হিন্দোলের প্রলয়ে হয় ক্ষতো৷


আমার আমিত্বকে দু:খ দিতে দিতে নিস্ব: করেছি
নেই এতটুকু কৃপনতা, কল্পনায় যতটা ভরেছি
তারচেয়ে বেশি ঘৃণার ছলে আমিত্বের দু:খ সয়েছি
অন্যায় নেই মনপিঞ্জরে যা প্রতিদিন সয়েছি৷


আমার আমিকে বিষাদের আগুনে জ্বেলেছি
তুষের অগ্নীলীলায় আমিত্বকে নিয়ে খেলেছি
নিজের দেহপল্লবে দুখের পাহাড় গড়েছি
মৃত্যুর আলিংগনকে সময়ের বাধনে আটকে ফেলেছি৷


আমার নিরলস পরিশ্রমে আমি ক্লান্ত
তবুও কঠিন ব্যাথায় হইনি আজও ভ্রান্ত
শুধু বিশ্বাসের গোড়ায় হয়েছে গলদ
অবিশ্বাসের সাগড়ে ফেলে আমিত্বে হয়েছি বলদ


ঠুনকো আত্ববিশ্বাসে আজও জরাজীর্ণ
একটি চলমান সমৃদ্ধ জীবন হলো বিবর্ণ
কেবল একঘেয়েমিতায় অবশেষ রইলনা কিছু
দু:খ চারিধারে ঘুরছে পিছুপিছু


সেই হতে আজ নাই সরল বিশ্বাস
নই শুধু এই বোকা নাইকো কোন আশ্বাস
এইভেবে নিজেকে দেই ধিক্কার শতবার
এমনই হবে বিশ্বাসের জন্য যতই করি কারবার


ভাবনা এমন যে চালাকের খনিতে তব বসে
বোকার স্বর্গ ডাকছে  আমায় আশে পাশে
দিয়েছি ঝাপ নিতে পারিনি পরিমাপ
একে একে পার করেছি বেদনার বহুধাপ৷