কবিতার চারটি লাইন লিখেছিলাম ভালো
।।।।।।। কিন্তু
হঠাৎ কেমন  করে যেনো ডিলিট হয়ে গেলো


আবার নতুন করে লিখতে বসে দেখি, সেই
পুর্বের একটি শব্দ মনে করতে পারিনাই
আসলে কিছু একবার হারিয়ে গেলে
ফিরে পাওয়া যায়না শতভাগ আগেরি মত


তবুও চেষ্টা করি,,,


দেখছি বাঁকা ঠোঁটের কোনায় চাঁদের একফালি হাসি
কে যেনো কানে কানে বলে গেলো তোমায় ভালবাসি
বলে রাখবো তোমায় বুকের ভিতর  সারাটি জীবন
মনের মাঝেতে ঘর বাধিবো অতীব যতন।
।।।।।।
বললাম
মিথ্যে ,প্ররোচনায় আমায় বেধোনা গলে
ভীষন ভাবে কষ্ট পাবো মনে দুঃখ দিলে
তাই ভেবে বলি ভালবাসার নাই প্রয়োজন
কেবল ভাল থাকার জন্য করো প্রেমের আয়োজন।
।।।।।।।।।।।।
বললো
মিথ্যে নয়, আসলে ভালবাসি হৃদয় হতে দিলাম তোমায় পন।
সুখী হতে যা কিছু লাগে সবি দিবো, দিবো আমার মন।
তবুও কভু না বলোনা রাখো বিশ্বাস
হাতে হাত রেখে দাও আমায় আশ্বাস


মিথ্যে, মিথ্যে প্রবঞ্চনায় বিকাতে  চাইনা নিজেকে
চাইনা জড়াতে কোন মায়ার বাধনে আমাকে
শুধু হউক নিশ্বব্ধে ভাল থাকার স্বপ্নীল বাসনা
সুখি হওয়ার জন্য উম্মুখ সবে হোক কামনা।


কথা দিলাম, দুজনে মিলে থাকবো মিলেমিশে
ঘুরতে যাবো পেখম মেলে অজানা এক দেশে
পাড়ি দেবো সাত সমুদ্র, তেরো নদীর জল
হাতের বাধন অটুট রেখে রাখবো মনোবল।


বিশ্বাস করিনা, হয়ত এসব তোমার মনের ছলনা
ভালবাসা নয়কো কোন শিশুর খেলনা।
তুমি বললে মিথ্যে নয়ত তোমার ভালবাসা
আমি বলি এসব কেবল ঠুনকো মনের আশা।


আজ হয়ত আবেগ নিয়ে করো বসবাস
কালকে তবে প্রকাশ হবে আসল তথ্য ফাস
কি আছে প্রমান তোমার দিতে পারো যদি
তোমার জন্য জীবন দিবো পার হবো প্রেমের নদী ।


ভাসাইবো প্রেমের তরী ভরা নদীর ঢেউ
জানিনা কোন তেপান্তরে দাড়িয়ে আছে কেউ
কোন ঘাটেতে নোংগর ফেলে আকি তোমার ছবি
মনের নোংগর মনে রেখে কাদি অভাগা কবি।