গুচ্ছ কবিতা>3


এক---


শরৎ এর শেষ বিকেলে সংগী নেই কেউ
আকাশে রংগীন মেঘ গুলো আনমনে খেলছে ঢেউ
কোথাও কালো, কোথাও হলুদ মেঘের চলা
কোথাও মেঘের সাথে সাদা মেঘ করছে মধুর খেলা।
মনেতে তাই উদয় হয়েছে প্রেমিকার হাত দুটো ধরি আজ
অবসরে গল্প করি শরৎ শুভ্রতায় সেজে সাজ্ব।
সে গেলো কোথায় হারিয়ে বেলা শেষে
রংধনুর মত বাকা হয়ে একগাল হেসে।
এসো প্রিয়ংবদা দেখি দুজনে সবুজ মাঠ
শরৎ বৃষ্টিতে কর্দমাক্ত গ্রাম্য রাস্তা ঘাট।
শরৎ এ ফুটেছে কদম সাদা পাপড়ী গায়
দেখতে বিহংগের মত শুভ্র মোহিত করে আমায়।


দুই --
দুরে চলে গেলেই তুমি শান্তি পাবে,
সুখী তুমি তখন খুশিই তবে হবে
ভাবতে কি ভালো লাগে এমন  বলো?
কাছে থাকার চেষ্টা নাইবা তোমার হলো। কেনো  জমিয়েছো অন্তরে ঘৃনার পাহাড়
সুখাভাবের  তারনায় কি জন্মালো আবার
মৃত্যুপুরী কোথায়, দ্রুত ডেকে দাও
মৃত আমায় পরখ করুক ,এটাই তো চাও!
বিদায় বেলায় মিনতি কেবল একটাই
ভালবেসে সবার সাথে ঘোরাও  হাতের লাটাই ।


তিন---
আজ কেনো মন সারাটি ক্ষন
খুজে পেতে চায় হারিয়ে যাওয়া তোমায়
আজ কেনো মন করে না কালক্ষেপন
হাত বাড়িয়ে খোজে তোমায় আপন সাজে
আজ কেনো মন মানেনা সপন
শুধু মন কাছে যেতে চায় তুমি আজ  কোথায়
আজ কেনো মন সবিনয়ে কেদে হাসায়