দিনের পড়ন্ত বিকালে ছান্দসিক রুপ লাবন্যে
বইছে আকাশ ঝড়া বৃস্টি সুধা কেবল প্রকৃতির জন্য
মনের জানালায় উকিবুকি খায় কখন আসবে পতি
দেখিতে সুঠাম দীর্ঘাকায় বাহু বাড়ীয়ে অপেক্ষায় নিয়তি


মনের দুয়ারে ঠাই হয়েছে যার অতি গোপনে
দৃস্টির অগোচরে নাইবা থাকো বলি আনমনে
জলধারায় খুজি তোমার প্রেম ভিজবো দুজন মিলে
মনের সংগোপনে বাহু বন্ধনিতে তৃষনার ঢেউ খেলে


প্রেমময়তায় আবিষ্ট হয়ে খুজি প্রানের সুখ
পিছনে যাকিছু মিছে ভুলে যাই সহস্র দুখ
আপনা হতে সুখানন্দে জীর্ণ করি দেহ প্রাণ
কষ্টরা ভিন্নসাজে দেয় দোলা উচ্ছাসে অম্লান


মেঘমালায় জমে থাকে যেমন সচ্ছ পানি টলমল
আবরণ খুলে বাইরে বইছে ধারা বৃস্টির জল
জমে থাকা খেয়ালি অমিয় দেয় সুখের পরশ
আপন কুলে নোংগর ফেলিয়া কাপিয়ে দাও আরশ


বৃস্টির ধারার মত চলুক কিছুক্ষন বসি তবু নদীর কুলে
এযাত্রায় দঃসাহসী অভিযাত্রী হয়ে নাচি দুনিয়া ভুলে
এগিয়ে যাই নিজের খোলস আবরন খুলে
অবচেতন কাংগালি হয়ে ছুটি ছলেবলে,