মন্তব্য নিঃপ্রয়োজন


কোন কারণ নেই,
অকারণে তোমাকে নিয়ে জানবার
এতটুক ফুসরত নাই আজ আমার।
কোন ভাবনা নেই,
নির্ভাবনায় পথ পরিক্রমায় দিবারাত্রী
নিঃশব্দতায় হায় খোলা প্রান্তরের যাত্রী।।
কোন সম্ভাবনা নেই,
অসম্ভবের দাড়  খুলে দাড়াবার
তপ্ত দগ্ধ মরুর বুকে আরেকবার।।।
কোন কিছুতেই নেই,
নিজেকে সুধাবার প্রয়োজন
ভালো লাগে কেবল নির্জন।।।।
কোন চিন্তা নেই,
সকালের শুভ্রতায় নিজেকে শুধরাতে
মনের গহীনে যার উদয় হয় প্রাতে।।।।।
কোন শখ নেই,
পেখম মেলে হস্তখানি বাড়াবার
বাহুডোর বন্ধনীর  সেই ঘর।।।।।।


কোন বারণ নেই,
কভু আজ ফিরে যাওয়া যন্ত্রনাতে
কেবল ফিরে ফিরে চাই পশ্চাতে।
কোন স্বাদ নেই,
মিষ্টি কড়া রোদে পুড়ে অপেক্ষার
দাঁড়িয়ে নেই সময় যখন যাত্রার ।।।


বাস_জার্নি_মুড়ির_টিন_পার্বতিপুর_টু_রংপুর