শুধু মানুষ হতে দিলাম পাড়ি বহুপথ
দেয়না হতে এই শহর আর ব্যস্ততার রথ
সেই কবে হতে শুরু চলছে অবিরত
চলবে আর শুকাবে কতদিনে সেই ক্ষত।


হতে পারলামনা মানুষ হয়েছি এক যন্ত্র
যুদ্ধ করেছি লালন এদেহে পড়ে এক মন্ত্র
যন্ত্রের মন্ত্রে দুনিয়া একাকার করেনা ক্ষমা
সুখ উড়িয়া চলে দুঃখ থাকে কেবল জমা।


কি বিস্ময় সৃষ্টির কৃষ্টে করেছেন দয়াময়
ধবংসিত হবে দুনিয়া তবু হবেনা তার ক্ষয়
এ ব্রহ্মান্ডে তাই বেচে থাকায় নাই অহমিকা
সকল দঃখ ভুলে হবে মৃত্যু শুকোবে রক্ত কনিকা


তাই হওয়ার নেশায় ছিল পিচাশ নয় মানুষ
কখনও উত্তাল আচরনে হারাই মনের হুষ
কখনও বিচ্যুতির আঘাতে জিততেই হই বেতাল
কখনও সুখ ভুলে যাই দঃখে পরিশ্রান্ত মাতাল।


মানুষ হতে কত ক্রোশ দুরে হবে যেতে
ইহনেশায় বুদ্ধিনাশ কর্মে নাইবা জেতে
আছি তবু বেচে এযে বাচার মত নয়
কিছু কথা শুনতে ভিন্ন হৃদপাপীর জয়।