আজি সারাবেলা করেছি বহু  খেলা
জীবন ও যৌবন করেনি কো হেলা
কর্ম তোমায় কুর্নিশ করি ওড়াই জয়গান
মেঘের ভেলায় পাড়ি দিবো চেষ্টা আপ্রান।


আজি সারাবেলা খুজিতেছি প্রানসুখ
দৈন্যতায় ছুটোছুটি করিতেছে প্রিয়মুখ।
তাদের মাঝে  দিতে চাই  সমুদ্র পাড়ি
সুখি  হতে চাই যত পাছে আছে নারী।

আজ সারাবেলা করিনি অবহেলা
যুদ্ধরূপ শুদ্ধি হই নইতো হেলাফেলা।
বিমুঢ় নিরাবতায়  স্বপ্ন থাকে ফাকাই
ছিন্ন করি চোখ তবুও অপলোকে তাকাই।


আজ সারাবেলা  নিয়তি দিয়েছে ঠাই
সারাদেহ পিপাসায় ক্ষুধার্থ লজ্জা তো নাই।
একমুঠো স্বপ্ন নেশায় চলি শুন্য রেখায় একপথে
স্বাগত জানাই হে পথিক তোমায়  চলি একসাথে।


আজ সারাবেলা ভাসি শুন্য ভেলায়
তবুও পারোনি তুমি কোন খেলায়।
আমিও হারিনি পথ মন ভোলা
পুর্নতায় হয়নি পুর্ন ষোলকলা।