পৃথিবী  একটা সেলুকাসের শহর
তান্ডবে ভন্ড ফকির গুলোর হুংকার


কালিমালেপে চোখে মুখে বাতাস মেখে
তেজদীপ্ত রক্তে নিমিষেই বিমলিন দ্যাখে।


অবিনাশি সর্বনাশা উৎকট গন্ধের আধারে
ক্ষুদ্রজীব গুলো আশ্রয়হীনভাবে সে ভাগারে


ঠাই হয়না মিনতি করে অবলীঢ় দুটি পালে
দানবের কুন্ঠাবোধে চিন্তিত ইহকালে ।


জগত জয়ন্ত পিপীলিকায় পরাভুত ভুমি
আসমান সীমান্ত ভাবে মন  ক্ষেতজমি।


কিঞ্চিত শক্তি যোগায় পরমভক্তি ধাবমান
সাধনায় মুক্তি যেথায় হেথায় স্রোত বহমান