কাননে ফুটিয়াছে পুস্প তব মাল্য হবে দান
জাগিয়াছে মনে আশা বাধিবো মম প্রাণ
তোমা হতে খসিবে ঘ্রাণ চারিপাশে অম্লান
হেরিবে মম হৃদয়বসনে গাহিবো প্রনয়ের গান।


কাটা হেরি কুসুম কাননে তবু চাহিছে তা তুলিতে
হেলিয়া দুলিয়া গাথিয়া মালাখানি দেবো তবে মন ভুলাতে
গলেতে জড়িয়ে প্রতিবিম্ব দেখিবে তা আয়নার আলোতে
মস্তক নুয়ে হাসিয়া কহিবে কত সুদৃশ্য তবে দেখিতে।  


মনেতে চাহিবে বেনিতে গুজি একগুচ্ছ গোলাপের কলি
পালক নাচিয়া অলি এফুল অফুল করিয়া গাহিতেছে গীতাঞ্জলী
দাওগো আনিয়া কেহো শিশিরজমা দুখান পুস্প তুলি
দেবেনা ?দেবেনা কেহো অতীতের কথাকাব্য ভুলি ?


লিখছি