এক নতুন পরিবেশের  উদ্দ্যেশ্যে যাত্রা
জানি না কেমন হবে,কাজের ধরণ বা মাত্রা
শুধু জানি এক নতুন অভিজ্ঞতার সামনে
আমি মুখোমুখি শংকায় কিছুটা মনে মনে।
ইচ্ছা অনিচ্ছায় হচ্ছে পথচলা অন্যরুপে
নিস্প্রভ মনে সজন বেদনায় হৃদয় কাপে
দুখানি প্রানের মোহময়,একখানি অর্ধযতি
বারেবারে পিছন ঠেলে হৃদয়টানে বহু ক্ষতি
হচ্ছে হৃদপিন্ডের ক্ষয় মনে ভয় কিঞ্চিত
কৃপা করো হে দয়াময় শক্তি করি সঞ্চিত
দিতে চাই নিজের সক্ষমতায় যা কিছু পারি
চাই সবিনয়ে সহৎকর্ম কারো সংগে নয় আড়ি
সবেধনে চাই করিও আপন তোমরা আমায়
ভুলের উর্ধে কেউ নই উর্ধে কেবল ক্ষমায়
ভরসা করি হে প্রতিপালক তুমি দয়াময়
তুমি বিনে একদা পৃথিবী হবে পুর্ণক্ষয়
তাই করি পন কানা কড়ি গুপ্তধন
রইবেনা বিনে কেবল জগতের কর্মগুন ।