জন্ম শতবর্ষে শেখ মুজিব
অভিবাদন তোমায় হে বিশ্বনেতা
তুমি দিয়েছো স্বাধীন এদেশ
আছে রক্তে লেখা ইতিহাসের পাতা
তুমি ক্ষণজন্মা এক মহীসুর
হৃদয়ে তুমি বাংগালী জাতীর পিতা।
ইতিহাসে চোখ মেলে দেখি
মুজিব নামে ভরপুর লেখার খাতা ।


ক্ষুধা,দারিদ্র,প্রবঞ্চনা থাকবেনা
চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি
স্বপ্নের সোনার বাংলা গড়তে
দিয়েছিলেন পরিকল্পিত উন্নয়নের যুক্তি
উচ্চারণে শক্ত বলিয়ান হয়ে
ঘোষনা দিয়েছিলেন নন্দিত  প্রিয় উক্তি
ঝাপিয়ে পরেছিল আপামর জনতা
সংগে নিয়ে মুজিব আদর্শের শক্তি ।


স্বাধীনতার মহান স্থপতি ধরলেন দেশের হাল
বিপথগামীদের স্বার্থের কাছে তিনি হলেন কাল
রক্তে রঞ্জিত 32 নম্বর হয়ে গেলো লালে লাল
লেলিহান উল্লাসে ফেটে পড়লেন স্বার্থনেষি দালাল।
থমকে গেলো পৃথিবী ,বাকহীন পুরোদেশ
স্বপ্ন মাখা সোনার বাংলা হারালো তার আবেশ