স্মৃতির পাতা খুজে দেখি
জমানো শহস্র ভুল
ভুলে ভরা জীবন যেনো
ভুগ্ন নদীর   কুল
কুলেতে তরী ভিড়িয়ে
খুজি এপারের সুখ
ওকুলে জমিয়ে পাড়ি
দেখি ও পাড়ের দুখ
হয়না যে পাওয়া
যত আছে মনের আকুলতা
দূর হতে শুধু তাই
দেখাই ব্যাকুলতা।
কিছু না পাওয়ার ভীরে
হাড়িয়ে ফেলনা
সৃষ্টি সুখের উল্লাস
যেটুকু পেয়েছো
তাতেই সিক্ত করো
মনের যত নির্যাস
বাকা পথের ভীড়ে
জীবনের গলিপথ
হয়নিকো মসৃণ কভু
শক্ত মনোবলে
সম্মুখ সমরে
এগুবে হতাশায়
ডুববেনা তবু
নিরবধি শ্রম
ঘামে ভরা দেহো
খুজে যে দিন
সেদিন দূরে নয়
হস্ত নাগালে তবু
দেখা হয় ক্ষীন।  


আলতাফ/২৫-০৮-২০২০ খ্রিঃ