স্রোতে গা ভাসিয়ে
জীবন  করলাম পার,
তুমি চলছো বিপরীতে  
বন্ধু বড়ই  স্বার্থপর।


আমি আছি মহা সুখে  
দেখো হৃদয় দিয়ে,
তুমি নাকি কস্টে আছো
স্বপ্ন ছুয়ে ছুয়ে।


কস্টহীনা জীবন বীনায়
গাইছি প্রেমের সুর,
লক্ষহীনা স্বপ্ন দেখায়
খুজি অচিনপুর।


নেইযে সুখ ললাটে
কপাল আটকায় মলাটে,
ভাবনায় পালতুলে ছুটি  তবুও
জীবন যায়না পালটে।


জীবন যাতাকলে পিষ্ট
তবুও ঘুরছে গাড়ীর চাকা
চারিপাশে তোমার প্রভাব
তবুও নিজেকে ভাবি ফাকা।


মরুর বুকে তাপদাহ
যেমন চলছে দহন
কান্নায় আকাশ ভারী
তবুও হলনা দুঃখ মোচন।