সুখের বাধন/ আলতাফ


বইছে হাওয়া না পাওয়া সুখ অন্বেষনে
ধুম্রজালে বেধেছি যে ঘর তোমার সনে
সে ঘরে আলোক শিখা জলে অনির্বানে
উত্তাপে কেপে উঠে অন্তর কালো প্রশ্নবানে
জীর্ণ কুটিরে আগমনি বায়ু সমীরণে
বুঝতে হয়নি দেরী রইবে পাশে মরনে
লুটিয়ে বুকেতে প্রনাম দুভাগার চরনে
একলা চলায় নিশব্দে রইলে এ পরানে
হৃদে বাজে তা থৈ তা থৈ নাচে কন্ঠগানে
উল্লাসে সুখের বাধন মন কিছু না জানে
সুখ বিলাসে কাটে দিন ঘুরে বনে বনে
ছুটে চলা দিনগুলো হাসে  মনে মনে।


ধন্য  করেছো আমায় সুখের চলন্তিকায়
কুড়েঘরে পেয়েছে ঠাই মনের অববাহিকায়
পথপৃষ্ট মসৃন ভেবে চলাবলা অবলীলায়  
অশুভ ডরে ডুবে অজানা ভ্রান্ত  নেশায়
প্রাণ পিয়াসি সাজে ক্লান্ত এক আশায়
দুকুলে ছাপিয়ে ভাবি জ্যান্ত এক ভাবনায়
আকতে মনসুখ দেহে শতধিক্ত আল্পনায়
বিকিয়ে চাইনি দিতে মিছে কোন কল্পনায়
হারানো বেদনা ভুলি অবোলা জল্পনায়
যেন বাধেনা সহজে এদেহ  মনমায়ায়
করে শক্তির সঞ্চার বটমুল বৃক্ষ ছায়ায়
খুজিনা দুখের অতলে হারানো কোন কায়া।