এই দেখ তোকে ভালবাসী
অলিতে গলিতে ঘুরে বারবার ফিরে আসি, তোকে ভালবাসী
তোকে ভালবাসী,,,,
সময়ে অসময়ে তোকে আমি বিরক্ত করি বেশি, তোকে ভালবাসী,,,,
রাতে ঘুমের ঘোরে তোকে দেখে খুব হাসি তোকে ভালবাসী
পুর্নিমার রাত্রীতে যখন চাদ তারা গুলো থাকে পাশাপাশি
তোকে ভালবাসী
আষাঢ়ের সব্ধ্যায় যখন বৃষ্টির জল পরে রাশিরাশি
তোকে ভালবাসী
সমুদ্রের নীলজলে একাকি যখন যাই ভাসি
তোকে ভালবাসি
বিবেকের অপরাধে যখন মনকে দেই ফাসি
তোকে ভালবাসি
যখনি দেখি তোরে মনে হয় তুই ফুলশশী
তোকে ভালবাসি
হৃদয়ের আকুলতায় ভাবি মনে নির্জনে গিয়ে বসি
তোকে ভালবাসি
ভুলে করে অসময়ে তুই বলিস আমি দোষী
তোকে ভালবাসি
তুই থাকলে কাছাকাছি মনে লাগে খুশি খুশি
তোকে ভালবাসি
তাই তোরে  এজীবনে মনের মাঝেতে পুষি ,,
তোকে ভালবাসী


ভীন্ন ভাবে উপস্থাপনা


এই দেখ তোকে ভালবাসী
অলিতে গলিতে ঘুরে বারবার ফিরে আসি,
অসময়ে তোকে আমি বিরক্ত করি বেশি,
রাতে ঘুমের ঘোরে তোকে দেখে খুব হাসি
পুর্নিমায় চাদ তারা গুলো থাকে পাশাপাশি
আষাঢ়ের সব্ধ্যায় বৃষ্টির জল পরে রাশিরাশি
সমুদ্রের নীলজলে একাকি যখন যাই ভাসি
বিবেকের অপরাধে যখন মনকে দেই ফাসি
যখনি দেখি তোরে মনে হয় তুই ফুলশশী
হৃদয়ের আকুলতায় ভাবি মনে নির্জনে বসি
ভুল ভেবে অসময়ে তুই বলিস আমি দোষী
তুই থাকলে কাছাকাছি মনে লাগে খুশি খুশি
বুকের অতলে দিয়ে ঠাই বাজাই সুখের বাশি
তাই তোরে  এজীবনে মনের মাঝেতে পুষি


তোকে ভালবাসী,আমি তোকে খুব ভালবাসি