আজকের জন্য
দায়ী নই কেউ,নেই কোন অভিযোগ
এ আমার নসিবের লিখন,করছি আমি ভোগ
ভাবনাতে ছিলোনা সত্য  মিথ্যা তা নয়
যখন পেল প্রকাশ, পেড়িয়েছে তখন বহু সময়।
সময়ের স্রোতে বদলে গেছে জীবন পথের দিশা
রয়েছো তুমি হৃদয় চোখে, নেই বাস্তবিক আশা।
আমি যখন আমার ছিলাম,তখন ছিলেনা তুমি
তুমি এখন তোমারি আছো,পর হয়েছি আমি
তুমি তুমি তুমি করে ডাকি ক্ষনে ক্ষনে
এ যে আমার বেদনার প্রকাশ ভাবি মনে মনে।
তুমি ছিলেনা আমার ভিতর অবিশাস্য কল্পনায়
ছিলোনা আমারও অন্তরে মিছে কোন জল্পনায়।
হঠাৎ অজানা ঝড়, দুরন্ত বেগে কাপিয়ে দিল প্রান
নিমেষেই বিলিন  হলো আমার শুকনো মন।
ভুলে গেলাম অতীত কথা ,মায়ের স্নেহ ভালবাসা
নাইবা হউক প্রেমপর্ব,বোঝায়নি চোখের ভাষা।
হারিয়ে গেলাম তুমি ভুলে পিছনের ধুলিঝড়ে
প্রেমের করাল গ্রাসে নিলো মন কেড়ে।
সেই হতে তুমি হলে আমার হারানো স্বপ্নবৎ
গড়েছি এখন পরাধীন এক স্বপ্নহীন জগৎ।
তবু এখনও আশায় থাকি চেয়ে যখন পাই বেশি কষ্ট
তুমি আছো অন্তরে কিন্তু আসলেই লক্ষভ্রষ্ট।


তোকে ভালবাসি,খুব বেশি
পাবো না ভেবে খুব হাসি
তবু ভালবাসি ভালবাসি
কাছে গেলে হয় ফাসি