এক,,


তুমি আসনি বলে ভোর পাখিদের আজ ঘুম ভাংগেনি
তুমি আসনি বলে সবুজ ঘাসে আজ শিশির জমেনি
তুমি আসনি বলে সকালটা তাই মিস্টি হলোনা
তুমি আসনি বলে মনের ভেতর কস্ট হয়েছে জমা
তুমি আসনি বলে ভরদুপুরে বটের ছায়ায় বসেনি কোন পাখি,
তুমি আসনি বলে রৌদ্রের খরতাপে চক্ষু মেলিয়া রাখি
তুমি আসনি বলে  আজ সুর্যকিরন দেয়নি আলোর ছটা
তুমি আসনি বলে কাটেনা সময় ঘোরে না ঘড়ির কাটা


দুই
আমি বাকরুদ্ধ হয়ে দেখি তোমার নিশব্দের দিনগুলিতে
মনের আংগিনায় তুলে রাখা অবাক করা ছবিগুলো।
আমি বারেবারে ফিরে যাই পথের ধারে দাড়িয়ে ওই দুর পথপানে তাকিয়ে থাকা দিনগুলোতে।
বিস্ময়ে অপেক্ষা করা সময়গুলোতে আমি বিমুঢ় হয়ে যাই,
যখন দেখি আমায় না দেখার ভান করে কেউ পাশ কাটিয়ে হনহনিয়ে চলে যায় দিগন্ত পেরিয়ে।
আমি হতবাক হয়ে দেখি তোমার অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য,
দুপায়ে সুশ্রী নুপুরের আওয়াজ আমার হ্রদয়ে আঘাত করে কালিমা একে দেয় কপালময়।
মন ভুলানো শব্দের সমাহারে চিত্রায়িত অজানার উদ্দ্যেশ্যে  লেখাগুলো  ?
অন্তর ভড়েনি যেনে ঘুমাতে পারিনি স্বপ্নের ঘুমে। তবুও দেখতে ইচ্ছা হয়, ইচ্ছে হয় কি আছে সে হৃদয়ে যার জন্য কোন যাদুই কাজ করেনা কাছে আসার গল্পগুলোতে।
শীতের সকালে শিশিরভেজা ঘাসে পা ভিজিয়ে প্রাতসারে খুজিনা আজ ,
তবে ভেজা পায়ের আওয়াজ পাই খানিক অবসরে।


কাল্পনিক চিত্রায়ন। কারো সাথে মিলে গেলে লেখক দায়ি নয়।


তিন



ইশ আমায় দেখতে নাকি বিশ
তাইলে বাজাও ক্যানে শিষ
ইশ তবে মনে কষ্ট ক্যানে নিস
আমায়  এত দুঃখ কেন দিস ।


হায় আমার মনে জাগে ভয়
আমি করবো তোরে জয়
তুই আসবি কবে বল
সেদিন নাম্বে বৃস্টির ঢল।


ইশ তুই আমায় ছেড়ে দে
তুই বন্ধু খুজে নে
যারে যা তুই আমায় ছেড়ে যা
ভালবাসার এই প্রাণ টারে ফেলে দিয়ে যা


ইচ্ছে পাখিরা