স্বপ্নের কাছাকাছি উঠবে সুর্য,পুর্বাকাশে
রৌদ্রের উত্তাপে সিক্ত হবে অহর্নিশে।
কত স্বপ্ন আসে ভাসে চাদের বেশে
যায়না ছোয়া তবু থাকে হৃদয় ঘেষে।
দেখা যায় স্বপ্ন ঐ দুর ভবিষ্যত
হবেনা পুরন অন্তরের ক্ষত।
নানা রংয়ের কথাস্বপ্নে উকিবুকি দেয়
ফেটে চৌচির ছিন্ন তবুও প্রকাশ না পায়।


তুমি তুমি করে জীবনের
এতগুলো বছর কাটিয়ে দিলাম
কি আর বলি কি আর পেলাম
যদি বলি তাহলে বলতেই হয়
শুধু বোকাই থেকে গেলাম
না হলাম মানুষ না হলাম গোলাম


কিসের জন্য অপেক্ষার দৃষ্টি ক্লান্ত নিশ্চুপ বসা
অবচেতনে ভীড় জমায় বিশ্রীভাবে ঠাসা
সেখানেই খুজি কিছু শব্দের সংলাপে আশা
অনিন্তচেতনে মাতাল হয়ে হন্য হই শব্দের সমাহারে
হাত নিংড়িয়েও যায় না পাওয়া সে শব্দের আধার ।