আর কিছুক্ষন  জানে দুটি মন,
ভাংবে হৃদয় ভাংবে সময় ক্ষন।
আকাশ ভারী হয়ে  নামবে ঘন বর্ষন,
থাকবেনা  পাশে আয়েশি আকর্ষন।


জমবে মেঘ কুৎসিত কালো আপন বসত ঘরে,
দমকা হাওয়ায় ছিন্নভিন্ন হৃদয় ভাংবে  ঝড়ে।
সেই হ্রদয়ের মধ্যমনি আপন কেউ না পর,
যারেই ভাবি হৃদয়গ্রাহী নেইতো তাহার ঘর।


উজানভাটায় জল তরংগ খেলে দুটি জনে
গহীন জলে ডুব সাতারে ভাসাই ভেলা মনে।
কল্পলোকে বিষের বাশি বাজাই বৃন্দাবনে
নেইতো আশা কাছে আসার ছিন্ন কোন ক্ষনে।


আকাশপানে নীলাভ রঙ এ খুজি নীলাকাঞ্চন
ঝলমলিয়ে তারার মাঝে বেড়াও ভেসে আনমন।
এদিক খুজি ওদিক পালাও ছুটো অবিরত
দুঃখ যত চাদের মত মনপিঞ্জরে হচ্ছে বহু ক্ষত।


ভোরাকাশে সুর্য্যির দেখা লালাভ রংয়ে মাখা
তুমিতে নেই আমিতেও নেই প্রজাপতির পাখা।
মন মননে সুখের পরশ নেইতো বুঝি লেখা
ভালাবাসার কলমিলতায় গজাবেনা নব শাখা।


প্রকৌশলী আলতাফ হোসেন
পি আই ও, ডিডিএম
তারিখঃ ০৬/১০/২০১৮ খ্রি:
সময়ঃ ৯.৫২ সকাল