এ যাত্রার শেষ নেই
কি পাবার কি না পাই
সামনে ধুসর প্রান্তর
কেপে উঠে অন্তর
!।।।।।।।।।
এ রাতের শেষ কোথায়
নিঃশব্দ পথচলায়
ধুধু অন্ধকারে ছুটে চলা
যে কথা যায়না বলা
।।।।।।।।।।।।।
কি অসাড় স্বপন দেখি
কেদে ভিজাই আখি
প্রাপ্যতার নেই হিস্যা
করি  নিরব তপস্যা
।।।।।।।।।।।।।।।।
কি সংগ্রাম আজ চলছে
আনমনে কেউবা বলছে
কি করে হবে ফায়দা
জানিনা আদব কায়দা
।।।।।।।।।।।।।।
এ জীবনের মর্মবানী
অভিধান পড়ে জানি
কেউবা  তা মানি
কেউবা বলে  ফানি
।।।।।।।।।।।।
রাত্রি শেষে দিবা ডেকে আনি
জোসনার  বদলে সুর্যের হাতছানি
ঘুমের ঘোরে নাকাল হয়ে
দিবা সময় যায় বয়ে
।।।।।।।।।।।।।।।
সময়গুলোর মুল্য যে নাই
ব্যর্থতায়  ডুবে  যাই
কি পাবার কি না পাই
ভুলভুলানি গান গাই