যদি বুক চিড়িয়ে আসেগো ,
মরুশুন্য হৃদয়খানি ,
বুঝতে তবু হবেগো দেরী
প্রেমের অমর বানী।
যদি ভাবনার নীলাকাশে
করিগো বসবাস ,
খুজতে গিয়ে সুখের নীড়ে
দুখ পাই বারোমাস।
যদি যতনে রাখিগো তোমার
প্রেমে ফোটা ফুল,
আপনে গড়া ভালবাসায়
সিক্ত ভরা নদীর কুল ।
যদি অশ্রুজলে কপোল ভেজে
মিছে কাজলের কালিতে ,
বাঁকা ঠোটে লেগে থাকে প্রেম
একফালি  তার হাসিতে।
যদি ঝিরঝিরি হাওয়ায় তোমার
ওড়ে খোলা কেশ
দেখতে লাগেগো স্বপ্নপরী
হৃদয়ে সুখাবেশ
যদি ভরা উশ্নতায় রৌদ্রস্নাত চোখে
দৃষ্টির অদুরে চাও
দেখবেগো তবে স্বপ্নাতুর মুখ
তোমার প্রেমেতে জড়িয়ে নাও।


চলিবে ????


যদি বুক চিড়িয়ে বেড়িয়ে আসে শুন্য হৃদয়খানি
বুঝতে তবু হবেগো দেরী প্রেমের অমর বানী
যদি ভাবনার নীলাকাশে করিগো বসবাস
খুজতে গিয়ে সুখের নীড়ে দুখ পাই বারোমাস
যদি যতনে রাখিগো তোমার প্রেমে ফোটা ফুল
আপনে গড়া ভালবাসায় সিক্ত ভরা নদীর কুল
যদি অশ্রুজলে কপোল ভেজে কাজলের কালিতে
বাঁকা ঠোটে লেগে থাকে প্রেম একফালি হাসিতে
যদি ঝিরঝিরি হাওয়ায় তোমার ওড়ে খোলা কেশ
দেখতে লাগেগো স্বপ্নপরী হৃদয়ে সুখাবেশ
যদি ভরা উশ্নতায় রৌদ্রস্নাত চোখে দৃষ্টির অদুরে চাও
দেখবেগো তবে স্বপ্নাতুর মুখ তোমার প্রেমেতে জড়িয়ে নাও।


চলিবে ????