যদি তোমার আকাশটা  কখনও রং বদলায়
বদলায় তোমার  বেরসিক মন
আমি রংগীন প্রজাপতি হয়ে ঘুরবো
তোমার অন্তরে, রাখবো আগেরি মতন..
>যদি সুর্যটা আর আলো না দেয়
যদি চাঁদটা আর আলো না দেয়
আমি জোনাকির আলো হয়ে জলবো
তোমার মনেরি ভিতর,
>যদি পাহাড়ের ঝর্নায় আর জল না গড়ে
যদি আকাশ হতে আর বৃষ্টি না পড়ে
আমি পিপাসায় আধার হয়ে
শীতল জলে তোমার তৃষ্ণা মেটাবো
>যদি নদীর জলে আর স্রোত না থাকে
যদি সমুদ্রের ঢেউয়ে আর উচ্ছাস না থাকে
আমি উজান ভাটি হয়ে
তোমার স্বপ্নের সাথী হবো।
>যদি রাতের আধারটা আজ কালো না হয়
যদি রাতের স্বপ্নটা আজ ভাল না হয়
আমি চাদটাকে সাথে নিয়ে
তোমায় সুখের বসনে গল্প শোনাবো।
>যদি রাতটা আজ শেষ না হয়
যদি ভোরটা আজ দীর্ঘ হয়
আমি তবুও পাখিদের কলরবে
তোমার সকাল সাজে গান শোনাবো।
>যদি সবুজ ঘাসে আজ শিশির না জমে
যদি হাটতে গিয়ে পদতল না ভেজে
আমি পদ্ম পাতার জল হয়ে
তোমার মনকে ভেজাবো  ।
>যদি কুসুম কাননে আর ফুল না ফোটে
যদি মধু আহরনে আর ভ্রমর না ছোটে
আমি  মিস্টি সুবাস হয়ে আজ
তোমার মাঝে গন্ধ ছড়াবো।