এ আমার ছিলো- জাতীয় অর্জন
এ আমার ভাষার মাসে- বাংলার গর্জন,
আমি বাঙ্গালী- বাংলা আমার মায়ের ভাষা
তাই তো আমি হয়ে রবো- বাংলার চাষা ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
অবুঝ মনের চিন্তা ধারায়- নাঙ্গল রুপে কলম চালাই
ইচ্ছে পাখি নিচ্ছে টেনে তাই কাগজেতে ফসল ফলায়,
দরি বেদে- লাভ লোকসানের গলায়
আজীবন করে যাবো- কাগজ কলমের জ্বালায় ।।