দয়া তুমি- করছো কি সে ?
হুকুম মানছেনা- তাই দিচ্ছ পিষে,
এ পারে নয় ও পারেতে,
হিসাব মিলাও অংক কোষে ।
সৃষ্টি জগৎ এ- চেষ্ট করে,
পাঠিয়েছো- কি দরকারে ?
মনের লোভে- পথের খোঁজে,
কাঁদায় বরি- তোমায় ভুলে ।
সত্যি ভুলে- মিথ্যে হাতায়,
তোমার বুঝী- কিছুই করার নাই ?
আখেরাতে শাস্তী দিবে তাই,
বসে বসে খেলা দেখো- তুমি জগৎ সাই ।
চেষ্ট্রর্ত্বের দাবি নিয়ে বসে আছি,অট্রালিকায় প্রাসাদপুরে- নিজের ভূবন খুলে !
জগৎ স্বামী ভুলে- আছি আমরা ফুলে,দয়ার কপাট খুলে- নাও না আমায় তুলে ।
অপরাধ আমায় ছুলেই,
তুমি যাচ্ছ ভুলে !
মনের পর্দা দাও না খুলে,
সকল ক্ষমতার মালিক তুমি- দয়াময়ী হলে ।।