ওরা বুঝেনি শেখ মুজিবের বলার ধরন
সব বাঙ্গালীর হৃদয়ে আজ রক্তক্ষরণ
যারা করেছে তোমার প্রান হরন
তারা কখনও বুঝেনি তোমারই প্রয়োজন
যারা করিতেছে তোমায় কদমে কদমে স্বরন
তারা কখনও পাবেনা তোমায় করিতে বরন
যারা সব বুঝেও ছিলো অবুঝের মত
তারা এখনও কাঁদে পয়সট্রি দিন তিনশত
তুমি ছিলে-তুমি আছো-তুমি থাকবেই
প্রতিটি বাঙ্গালী এবং বাংলা যতদিন কাঁদবে
পৃথিবীর মানচিত্রে বাংলা যতদিন থাকবে
তোমার স্বরনে বাঙ্গালীরা ততদিন কাঁদবে
ক্ষনে ক্ষনে কান্না হাসির চলে
শেখ মুজিব তোমায় বারে বারে মনে পড়ে
তুমি বাঙ্গালী-বাঙ্গালীর গর্ব
তোমার বিনিময়ে আমরা পেয়েছি স্বর্গ
আজ এই নিশী জাগরণে
কোটি প্রনাম পাঠিয়ে দিচ্ছি তোমার চরনে
চরন দুটি দাও সামনে বাড়িয়ে
প্রনাম নিয়ে আর্শীরবাদ করো আমারে
তুমি সর্বকালের সেরা বাঙ্গালী
যেনে রেখো আমরা তোমার পথ চেয়ে থাকা কাঙ্গালী ।।