তুমি সেই দেবী
আমি বলি জ্বলের পরি
যে নামেই সম্বধন করি
মনে হয় একটু কমিয়েই বলি
ভাবের ভূবনে তোমার রুপে পথ চলি
তোমার সাথে কারো রুপযে চলে না
তুমি নিজেই তোমার তুলনা
ওগো আমার কল্পনারী অজানা
তুমি সেই দেবী
যাকে প্রথম দেখেই আমার হয়ে যায়
হৃদয়ে কম্পনের ঝড় বয়ে যায়
মনের মাঝে তরল অনুভূতি জাগায়
তুমি তো সেই দেবী
যাকে আমি প্রথমবার দেখি
ফার্মগ্রেট এর মোড়ে-জনতার বিড়ে
ছোলা-মুড়ির সামনে মনোহারীর দোকানে
তুমি সেই দেবী
যাকে দেখে ঝালমুড়ির ঝাল
মিষ্টি হয়ে যায় গাল
তাইতো খাই আর বারে বারে তোমার দিকে চাই
তুমি সেই দেবী
যার চাওয়ায় নেশা জাগায়
হাতে মুড়ি-আছে আরো সামুগ্রি
ক্রয় শেষ তবু দেখছো আমায় বেশ
তুমি তো সেই দেবী
যে চলে যেতে চায়
মনের আবেগে গলির মূখে পিরে দাড়ায়
চেয়ে থাকে আমার অপের্খায়
তুমি সেই দেবী
যে আমার মন নিয়ে পালিয়ে যায়
মন ছাড়া আমি ঝালমুড়ি খাই
তবে মন খুঁজতে আমি পাগল প্রায়
তুমি সেই দেবী
মন খুঁজতে এসে যাকে আবার পাই
তার চোখে চোখ রেখে ভেসে যাই
দু'জনে প্রেম সাগরে হাবুডুবু খাই
তুমি সেই দেবী
যার মুখে লেগে ছিলো
এক ঝিলিক চাঁদের হাসি
যা আমি খুব বেশি ভালোবাসি
তুমি সেই দেবী
যাকে দেখে আমি ছোর্টবৈবী
হতবাক হয়ে তার সাথে পথ চলি
ইচ্ছা ছিলো একবার মুখ খুলেবলী