বিশ্বাস আছে বলেই
মানবতা বেছে আছে,
বিশ্বাস আছে বলেই
সহানূভবতা অন্তরে বাজে ।
প্রার্থক্য শুধু এই
বিশ্বাস করে যেই,
কারণে-অকারণে সময়ে-অসময়ে
ঠকে যায় সেই ।
বিশ্বাস করবা তাকে
যে বিশ্বাসী হয়ে
সারা জীবন সুখে-দুঃখে
পাশ্বা-পাশ্বি কাছা-কাছি থাকে ।
বিশ্বাসের চলে
আগে বুঝে নিবা তলে তলে,
তোমার কষ্টে
বিশ্বাসী ব্যক্তিটির কতখানী জ্বলে ???