তুমি ছাড়া শূন্য হৃদয়
তবুও তোমাকে জানাই বিদায়,
তুমি ছাড়া অন্ত দহন হয়
তবুও তোমার সাথে যোগাযোগ করতে লাগে ভয়।


তুমি ছাড়া বেছে থাকা দায়
তবুও প্রতিনিয়ত জীবনের নৌকা বেয়ে যাই,
তুমি ছাড়া চলে না সময় হায়
তবুও বলেনা মালেকসাই- কি করি আমি- কি আছে উপাই!


তুমি ছাড়া স্বপ্নরা থেমে যায়
তবুও কল্প লোকে তোমার মাঝেই হারায়,
তুমি ছাড়া জীবনটা অসহ্য মনে হয়
তবুও জীবনের গীতি আমি গেয়ে যাই।


তুমি ছাড়া পৃথিবী অন্ধকার হয়ে যায়
তবুও কৃত্রিম আলোআঁধারিতে নিজেকে সাঁজাই,
তুমি ছাড়া আনমনা দুঃখের বন্যা বয়ে যায়
তবুও পথচলি কষ্টের হাসি দিয়ে- চলতে হয় তাই।


তুমি ছাড়া ভালোবাসার কথা বলে না হৃদয়
তবুও প্রতিনিয়ত ভালোবাসার নাটক করতে হয়,
তুমি ছাড়া মনঃ পৃথিবীকে জানায় বিদায়
তবুও প্রতিনিয়ত অনেকের মাঝেই তোমাকে খুঁজে বেড়াই।


তুমি ছাড়া হাসি খুশী থাকবো হয়ত একসময়
তবুও কষ্ট রা হাসি হয়ে তোমার সঙ্গই চায়,
তুমি ছাড়া কেটে যাবে হয়ত জীবনের গতি টাই
তবুও মনে মনে সারাটা জীবন তোমাকেই চাই।।