তুমি কি সেই কষ্টগুলো আলিঙ্গন করেছ কখনো ?  
যেগুলো সন্ধ্যার বেদনাতুর আঁধারের মতন,
নিকষ কৃষ্ণ গম্ভীর আর কদাকার আর্দ্রতায় কাহিল।
কেমন অশ্লীল হাহাকারে ভেজা, অস্বচ্ছ ;
রিরি করা শরীরের কম্পন যেন!


পূর্ণ আঁধারের মধ্যে ছোপ ছোপ কালশিটে দাগ যেন একাকী বিরাজমান।
সেই কষ্টে বুক ভরে ওঠে যখন, তখন বাতাস কে মনে হয়
মাকড়শার লিকলিকে পা, ক্রমান্বয়ী স্লেটের আচড়।
সেই কষ্টে যেন নিজেকে খুঁজে পাওয়া যায়না,
বা আর ডান হাত পাশাপাশি থেকেও লাগে যেন একা!
সেই অকালে আযানের সুরকে মনে হয় আহুত দূরাগত কান্না,
আলেমের তিলাওয়াতের সুর যেন আর্তনাদ
আঁধার কে আরও কালো করে দেয়।


সেই কষ্টে অশ্রুকে নির্বোধ মনে হয়,
মনে হয়, অনাকাঙ্ক্ষিত দূর আবহের ঝড়,
সেই কষ্টকে আলিঙ্গন করেছ কখনো?  
কখনো একাকী কষ্টের উন্মত্ত ফেনীল গুহায় ঝাপ দিয়েছ ;যেখানে
অশ্রুকে মনে হয় নির্বোধ?
তাহলে উল্লাস কর প্রতি মুহূর্তে, যেন
বিষ ময় সেই কষ্ট তোমাকে কখনো না ছোঁয়।।