তোমরা যদি নারী নামক পণ্য নিয়ে খেলো
তুচ্ছ কর বাইরে এবং ঘরে,
তোমরা যদি সব হারিয়ে শরীর নিয়েই মাতো
উন্মাদনা কুকুর বানিয়ে ছাড়ে!


তোমরা যদি ভাত-কাপড়ের কাঙাল মনে করো
ভাবো, নারী ভীত অসহায়,
তোমরা যদি শেকল বাঁধো শরীর এবং মনে
ডুবিয়ে তাদের মিথ্যে আশঙ্কায়।


তোমরা যদি নিজেদেরই হাসির পাত্র করো!
শিক্ষাকে নিজ পায়ের তলায় পিষে,
তোমরা যদি মূর্খতারই আক্রমনে মরো
ভবিষ্যতে এগিয়ে নেবে কিসে?  


সময় থাকতে প্রশ্ন করো, আঙুল ঢোকাও চোখে
জ্যান্ত বিবেক কি বলে তাই শোনো,
অধিকারের সাম্য ছাড়া, সমতা না রেখে
আসবে না জয় হেথায় কোনোদিনও।


তোমরা যদি নিঃস্ব ভাবো, বন্দি করো ঘরে
নামবে আধার এই পৃথিবীর কোলে,
তোমরা যদি ভিন্ন ভেবে ছিন্ন কর বাঁচা
ভেদাভেদের পৃষ্ট যাঁতাকলে।


শিক্ষাকে নিজ বক্ষে ধরে অনুভবে দেখো
নারী-পুরুষ কেউ আলাদা নয়,
নারী যদি হারে তবে হারবে তোমরা আগেই
জিতলে নারী তবেই সবার জয়।