বুকের কোটরে রাখিয়াও তোমায়
মনে হয় ওপারে রাখিয়া আসিয়াছি যেন সব!
কোন যমুনার কোন প্রবাহ বহিয়া যাইতেছে
তোমার-আমার মাঝখান ভেদিয়া,
করিয়া এপার ওপার?


কোন অমাবস্যার আধার ছাপাইয়া
কাজল করিয়া লেপিয়াছে চোখে যমুনার জল,
কোন বেদনার পরিহাসে ঢেউয়ের মতন
আছড়াইয়া পরিতেছে রাঙা পৃথিবীর বুকে?


আজি আমার এ চক্ষে যেন কোন আকালের খরা,
মরুভূমির মতন নিরস রদ্দুরের তাপে পুড়িয়া ছাই!


সকল জল বুকের যমুনায় উছলায়,
চক্ষে তৃষা, বক্ষে শ্রাবণ, কোন প্রহেলিকার পরিহাস!