শত ব্যস্ততম দিনগুলোর মাঝেও আমি নির্লজ্জের মত একটি বিকেল চাই।
একটি সোনালী বিকেল।
যার শোভা লংকার সোনার মহল কিংবা সোনালী গোধুলিকেও হার মানায়।
এমন একটি বিকেল তুমি আমায় দিবে??
আমি কী দিব হায়
রিক্ত হাতে তবুও দিব না বিদায়।
আমার বুকে পুষে রাখা একটা হৃদয়,
আর বুক পকেটে লুকিয়ে রাখা কিছু স্বপ্ন।
আমার যে আর কিছুই নাই।
তবুও একটা বিকেল,
একটা সোনালী বিকেল আমায় দিয়ো।
ভালোবাসার কথা গুলি বিকেলেই বলা যায়।
পদ্ম পুকুরের পারে রক্ত কমল চোখে শত বছরের
আদিম অন্ধ বেদনাকে তোমার শাড়ির
আঁচলের ভয় দিয়ে তাড়াবো।
একটি সোনালী পড়ন্ত বিকেল আমায় দিয়ো।