ওই দুরে ছোট্ট নদীর পারে
কে যেন গাইছে সেতু বন্ধনের গান।
তার ক্লান্ত দেহ আর সজল আখি জানেনা
সেতুবন্ধন আর সম্ভব নয়।


তবুও গান খানি আমার চেনা
সুরটি যেন বুকে প্রিয়হারা কান্নার মত বাজে।


গোধুলীর আবছা আলোয় তার অস্পষ্ট দেহ,
গলাটা এখনো স্পষ্ট।
সে গাইছে সেতুবন্ধনের গান।


সেই চেনা সুর চেনা গান
বুকে বিষবাণ সম বিঁধছে
আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে,
ওপারে থাকে মাটির পুজারী
আর এপারে অস্পৃষ্ট যবন।
সেতুবন্ধন সম্ভব নয়।