নারী তোমার মুখের হাসিতে প্রেম আর
চোখের প্রশান্ত করুণায় মাতৃত্ব খেলা করে
কত রুপে সম্মুখে ছড়ায়ে আছো
রাতের আকাশে তারার মত।


তোমার হাসিতে পৃথিবী অমরাবতী হয়
তোমার ক্রোধানলে সুচি হয় ধরা।
ভূবনে চক্ষুর মত বিস্তৃত তোমার রুপ
কখনো জননী হয়ে স্নেহাশিসে মাখ
কখনো প্রিয়তমা হয়ে
চোখের হাসিতে জীবন তুমি আঁক।


জগত জননী তুমি
তোমার গর্ভধারণে নারী
ঈশ্বরের সৃষ্টি ক্ষুধা মিটাও।


পৃথিবী অরণ্য ছিল,পুরুষ ছিল অরণ্যচারী
মেদেনি ইন্দ্রপুরী আর পুরুষ প্রেমিক হল
যেদিন প্রথম হাসিলে তুমি নারী।


শক্তিমানের শক্তি তুমি জুগিয়েছ যুগে যুগে
ক্লান্তি তুমি ঘুচিয়াছ তোমার নবপ্রেম রাগে।
শক্তিমানের পাশে শক্তি হয়ে ঠায় দাঁড়িয়েছ
পরাজিতরে জয়ী করতে দুবাহু বাড়িয়েছ।


নারী তুমি জেগে থাক সৃষ্টি মাঝে
করুণার উপমা লয়ে
তোমার মহিমা অম্লান হোক।