এখানে এই দেবদারু গাছের নিচে
কোন এক সন্ধ্যায় বনানীর নিস্তব্ধতা
আমাকে গ্রাস করে।
কোন নবীন কিশোরীর কাজল কালো চোখের
আলোর নেশায় মাতাল হয়ে
আমি দেবদারু গাছের তলে বসি।
মাইল পথের ক্লান্তি ঘুচায় আমার এই
দেবদারু গাছ।
তাহলে তুমি কি সেই,আমার চিনতে ভুল হল নাতো
তুমি কি সেই বনলতা সেন,
যে এক ক্লান্ত কবিকে দু দন্ড শান্তি দিয়েছিল?
তোমারই মত।
যখন তোমায় প্রশ্ন করি কেন
নির্বাক দাড়িয়ে থাক।
আমি কি ধরে নিব
তোমার মৌনতা সম্মতির লক্ষণ??