টিকটিক করা এনালগ ঘড়িটার দিকে
তাকিয়ে ভাবছি
এই রাত কি ফুরাবে না?
এই রাতগুলো কেমন জানি
ফুরাতেই চায় না।
কোন মৃত্যুক্ষুধা নিয়ে আমার দিকে
তাকিয়ে আছে এসব রাত।
চাঁদ যেন ছুটি নিয়ে কোন আধারের কালিমায়
হারিয়ে গেছে।
এই রাত গুলোতে মাধবী রাতের স্বপ্নগুলোর
অপমৃত্যু হয়।
রজনী গন্ধার পাপড়িতে লাশের গন্ধ
ঘুটঘুটে অন্ধকারে ক্রমশ হারিয়ে যাচ্ছি
কার হাত ধরে রাখার প্রানপণ চেষ্টা চলছে যেন
চেষ্টা চলছে চিৎকার করে এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠার।