জাগো তরুণ জাগো সময়ের প্রয়োজনে,
সৃষ্টির মহানন্দে
মহাকাল ডাকে তোমায়।


মাটির তাল নির্জীব হয়ে জরসরো পড়ে আছে,
তোমার হাতের ছোয়ায় জীবন সে চায়।
জীবন নদীর আকুল স্রোতে যে তরী দিশেহারা
তারে কে তীরে নিবে হে তরুণ তোমায় ছাড়া।
তাই তো যাত্রীরা তোমারেই ডেকে যায়।
জাগো তরুণ জাগো মহাকাল ডাকে তোমায়।


তুমি যীশু হয়ে অনন্ত জীবনের গান ধর
তোমার রক্তে এ ধরা শুচি কর।
তোমার পদাঘাতে মৃত্যু পালাক ভীরু পায়
জাগো তুমি মহাকাল ডাকে তোমায়।
স্বার্থলোলুপ ঘুনে ধরা যে সমাজ
মানবেরে দাস বানিয়েছে আজ
বিদ্রোহ ঘোষ তাদের প্রতি দীপ্তকণ্ঠের ঘায়
জাগো তরুণ জাগো মহাকাল ডেকে যায়।


এবার তো জাগো নইলে এখুনি কিছু
লোভী খুনি পিচাশের দল নিবে পিছু।
বিলাপ আর কান্না রবে শ্মশানের নিরালায়।
চোখ মেলে দেখ মহাকাল ডেকে যায়।