প্রেম বলে কিছু নেই
তারা বলে
আরো বলে প্রেম মিথ্যা,
শুধু মিষ্টি কথার ফুলঝুরি
আমি তোমার শাড়ীর আচলে প্রেম দেখেছি
তোমার বিনোদ বেণির লাল নীল ফিতেয়
প্রেম বাধা থাকে।
তোমার চেয়ে থাকা শুন্যে যে বাতাস খেলা করে
সেথায় প্রেম ডানা মেলে ঊড়ে।
তোমার হাসিতে সুখ দেখেছি
সুখ নাকি মরীচিকা।
আমি পড়ন্ত বিকেলে তোমার মুখোমুখি বসে
সুখ পেয়েছিলাম।
আমি লোকমুখের কথা মানি না
মানি না শাস্ত্রের জ্ঞান
শুধু জানি প্রেম চিরন্তন।