আমরা আছি অপেক্ষায়, এই দুঃসময় কাটবে।
সবাই মিলে গাছের পানে বসে বসে আম খাব।
আমরা আছি অপেক্ষায়, তীর নদীর কূলে
হাতে হাত ধরে বন্ধু সবে ভাসবো।

আমরা আছি অপেক্ষায়, সস্তির নিশ্বাস ফেলে চলব
দোকানের তালা খুলে পরিষ্কার করে বসব।
ক্রেতারা আসবে আগের মত পকেট পুরে,
নিয়ে যাবেন নিজের রঙিন জিনিস থলি ভরে।


আমরা আছি অপেক্ষায়, কাল ছায়া মরবে,
পানে পানে প্রাণ পাখি খেলবে।
ডানায় পাখা লাগিয়ে দেবে পাড়ি সব,
দূর দেশান্তরের অলি, আর গলি।।