বৈশাখের নতুন রঙ
হারিয়েছে গুনে,
নেই পাগল পাড়া
ঘুড়ে ঘুড়ে ফিরে বেড়া।


দেখা নেই ছোট নতুনের ধারা।
আশীর্বাদ নেওয়ার পর ছাগলে তারা।
যায় দিন ভালো যায়!
আসছে দিন কি জানি অপেক্ষায়?


নয়ত পর ভুক্ত!
            মায়ার জন্য শান্ত।
           জীবনের জন্য প্রান্ত,
          হয়ে আছে শান্তিপূর্ণ।


ছেয়েছে দুষ্প্রাপের ছায়ায় ভুক্ত।
তবুও জীব হয়েছে অন‍্য প্রানি ভুক্ত।
নেই কোন রিদ্রীবান বাঁঁচায় জীবের প্রাণ।
জীবের পরাকাষ্ঠায়, কি যেন আছে গুপ্তের নান?