মুক্তোয় ছড়ানো বাহন,
তবুও করছে ক্রন্দন।
ছেড়া কাথার নন্দন,
হাঁসি মুখে করছে বরণ।


স্বর্ণের মুড়োনোই বালা,
নারী বলে নিয়ে ফালাফালা।
স্বর্ণের বাঁধানো ছেরি,
গরিব নারী যতনে পরি।।


এক থালে পাঁচের অন্ন,
মায়ের হাতে চাটে নন্দন।
পাতে পদের ছড়াছড়ি।
পেট পুড়েনা পরান ভরি।।


অভাবের কানন ঝোকেনা।
রোদ বৃষ্টি তুফানের জ্বালা।
দৃঢ় চিত্তে চলে খালি পায়ে।
কঠোর হাতে পুতে মাটিতে।।