মা স্কুল গুলো এখন ও যে আমার খুলনা।
আমার পড়াশোনা এখন ও শুরু হলনা।
শুনেছি ধনীদের বাড়িতে আশে শিক্ষক মাতা।
পড়াটা শিক্ষাচ্ছে টেলিভিশনের পাতায় সুন্দর করি।।


আমার সঙ্গে আছে যে পিছিয়ে পড়ার নাতা।
তাই আছেন শুধু স্তব্ধ একটা বইয়ের পাতা।
বুঝতে পারছিনা আমি ছন্দ লেখা পাতা।
কে দেবে সুদায়ে মোটা মোটা অঙ্কের নামতা।।


বিনে টেলি পাতায় কি করে আসবেন শিক্ষক মশায়।
জ্ঞান দেওয়ার দায়, পিছিয়ে পড়ার নকশায়।
বিনে অনলাইনে কড়ি, কি করে আসবেন জ্ঞানের নারী।
ভুল মাত্রায় পড়াতে দড়ি, পিছিয়ে পড়ার খালি হাড়ি।