নিয়তির দিকে ডেপ ডেপ চেয়ে!
মন কাঁদে বিনা কাজে না না খেয়ে।
এই কি মারন পরিহাস্য গাড়ি?
কাজ ছাড়ি ছুড়ি পাড়ি দেয় বাড়ি।।


নাওয়া দাওয়া না যে আর চাহি।
ডাকে তরি তরে লাইনে যে বহি।
দানা পড়ে আজ খনিকের রাস্তা।
পিসেছে তুমাকে অজ্ঞানতার বস্তা।।


মায়ের আচল ভেজে লালে আজ।
বিনা যে বাজেনা শুরেতে যে আজ।
কি বাকি শুনানো কি ছিল বোঝানো।
লেখা যে হল না শুর ও পেল না।


এই কি মারন পরিহাস্য গাড়ি?
না যে আছে কোন জ্যামে বড়া যান।
না যে আছে কোন ল্যাবে শক্তিমান।
কোথা জানি টুকে কোথা জানি রুকে?
হায়রে নিয়তি! হায়রে বিরতি!
কোথা গেলি ছাড়ি স্টেশনে স্টপেজ?